হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার পৌর নির্বাচন: বিদ্রোহী মেয়র প্রার্থী রাশেদকে আ.লীগ থেকে বহিষ্কার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র পদপ্রার্থী হওয়ায় মাসেদুল হক রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দলীয় এ সিদ্ধান্তের কথা জানান। 

জেলা আওয়ামী লীগ জানায়, আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌরসভা নির্বাচনে দল থেকে ৭ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সবাই দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করছেন। 

কিন্তু মাসেদুল হক রাশেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি মাঠ থেকে সরে দাঁড়াননি। মাসেদুল সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

কক্সবাজার শহরে আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত রাশেদের পরিবার। তাঁর বাবা প্রয়াত একেএম মোজাম্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

রাশেদের তিন ভাই ও এক বোন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এদের মধ্যে শাহীনুল হক মার্শাল গত বছর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছোট ভাই কায়সারুল হক জুয়েল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। আরেক ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সোহেল। 

বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, পৌরবাসীর দাবির প্রেক্ষিতে তিনি প্রার্থী হয়েছেন। যেহেতু এটা স্থানীয় নির্বাচন। এখানে দলীয় বিষয় প্রভাব পড়বে না।

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত