হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি: বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু বলেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি দেশে চলবে না। আজ বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি।

এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ শুক্রবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সম্মেলন শেষে সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা দাবিতে দুদিনব্যাপী চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী রোডমার্চ শুরু করা হয়। রোডমার্চের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। 

এ সময় সন্তু লারমা বলেন, ‘আদিবাসী ও সংখ্যালঘু সমাজ স্বাধিকার ও অধিকার আদায়ের জন্য আজকের এই কর্মসূচি উদ্‌যাপন করছে। আমি মনে করি, এই কর্মসূচির মাধ্যমে নেতৃত্ব আরও সুসংগঠিত হবে। এই সাত দফা দাবির মাধ্যমে আমাদের জীবনযাত্রার বঞ্চনা, শোষণ ও নিপীড়ন উন্মোচিত হবে।’

সংগঠনের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম। প্রধান বক্তা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিম চন্দ্র ভৌমিক। উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল