হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুব নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্ম্মা বলেন, ‘এক ঘণ্টার মধ্যেই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো আগুন পুরোপুরি নেভেনি।’

বস্তিবাসীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নারকেলগাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। এর থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিটের সমন্বয়ে কাজ চলছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে। এসব বাড়ির অধিকাংশ বাসিন্দা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যাঁরা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করছেন কেবল। এদিকে অধিকাংশ ঘরে মানুষজন না থাকায় অগ্নিকাণ্ডের সুযোগে মালপত্র চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি কর্ণফুলী নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। এ কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার কর্মীদের। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী