হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুব নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্ম্মা বলেন, ‘এক ঘণ্টার মধ্যেই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো আগুন পুরোপুরি নেভেনি।’

বস্তিবাসীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নারকেলগাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। এর থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিটের সমন্বয়ে কাজ চলছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে। এসব বাড়ির অধিকাংশ বাসিন্দা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যাঁরা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করছেন কেবল। এদিকে অধিকাংশ ঘরে মানুষজন না থাকায় অগ্নিকাণ্ডের সুযোগে মালপত্র চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি কর্ণফুলী নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। এ কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার কর্মীদের। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ