হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভেনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুব নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্ম্মা বলেন, ‘এক ঘণ্টার মধ্যেই আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো আগুন পুরোপুরি নেভেনি।’

বস্তিবাসীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নারকেলগাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। এর থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিটের সমন্বয়ে কাজ চলছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচা ঘর পুড়ে গেছে। এসব বাড়ির অধিকাংশ বাসিন্দা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যাঁরা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করছেন কেবল। এদিকে অধিকাংশ ঘরে মানুষজন না থাকায় অগ্নিকাণ্ডের সুযোগে মালপত্র চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি কর্ণফুলী নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। এ কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার কর্মীদের। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ