হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের চরগাসিয়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল ও নগদ সাড়ে সাত টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা উপকূলীয় অঞ্চলে ডাকাতি করত বলে জানিয়েছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটকেরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে ইব্রাহিম (৩৭) ও হাতিয়ার শূণ্যেরচরের আব্দুল হকের ছেলে সোহরাব হোসেন (৩২)।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনসহ ৫ থেকে ৬ জনের একটি দল ডাকাতি করার উদ্দেশে অস্ত্রসহ চরগাসিয়ার বারআউলিয়া বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়।

মো. শামীম হোসেন জানান, আটক আন্তজেলা ডাকাত দলের সদস্যরা উপক‚ লের হাতিয়া, রামগতি এলাকার লোকজনকে ভয়ভীতি, খুন, চাঁদাবাজি, নৌ-ডাকাতি, অপহরণ করত। অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাঁদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল