হোম > সারা দেশ > নোয়াখালী

অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশ সদস্য আটক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় ছুটিতে থাকা এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃত পুলিশ সদস্যের নাম জিয়া উদ্দিন পারভেজ (২৩)। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত আছেন। ১০ দিনের নৈমিত্তিক ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে এ ঘটনা ঘটান তিনি। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার কচুয়া ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টার দিকে পুলিশ সদস্য জিয়া উদ্দিন পারভেজ পূর্ব পরিকল্পনা অনুসারে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেন। চরফকিরা ইউনিয়নের ১৬ নম্বর স্লুইসগেট এলাকায় নির্জন জায়গায় এলে ওই অটোচালকের চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনিয়ে নেন। এরপর অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। ওই সময় ভুক্তভোগী অটোচালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মরিচের গুঁড়ার পলিথিন উদ্ধার করে। ঘটনাস্থলের পাশে থাকা সেনা ক্যাম্পের একাধিক সদস্য ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনে পুলিশে খবর দেন। 

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন আটককৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। 

এরই মধ্যে এ ঘটনায় একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, ‘অন্য লোকের জন্য যে ব্যবস্থা তাঁর জন্যও একই রকম ব্যবস্থা নেওয়া হবে।’  

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটি শেষে রোববার নোয়াখালী যাওয়ার পথে অসৎ উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসেন তিনি। উত্তেজিত জনতার কাছ থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দেনা পরিশোধ করতে এ কাজ করেছে বলে স্বীকার করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি