হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার ট্রেনের ইঞ্জিন আটকে বিনা ভাড়ায় ভ্রমণ করলেন চবির ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনা টিকিটে ভ্রমণ করায় কয়েক দিন আগে কুমিল্লার লাকসামে এক টিটিইর (টিকিট চেকার) সঙ্গে ঝামেলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের। এই ঘটনায় দুই ঘণ্টা সোনার বাংলা ট্রেন অবরোধ করে রাখেন তাঁরা। এবার ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও একই ঘটনা ঘটল। বিনা টিকিটে ট্রেনে উঠতে না দেওয়ায় প্রায় ৩০ মিনিট ট্রেনটির ইঞ্জিন আটকে রাখেন তাঁরা। পরে বিনা টিকিটে চট্টগ্রামে আসেন শতাধিক শিক্ষার্থী। 

আজ শুক্রবার ঢাকা থেকে সাড়ে ৪টায় চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। 

সুবর্ণ, সোনার বাংলা ও মহানগর গোধূলির কয়েকজন রেল কর্মচারী জানান, তাঁরা এক জোট হয়ে ট্রেনে উঠে যাচ্ছেন বিনা টিকিটে। বাধা দিলে রেল কর্মচারীদের মারধর করছেন। 

চট্টগ্রামের এসিও-২ শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলে টিকিটের দামের পাশাপাশি জরিমানাও করার নিয়ম আছে। কিন্তু বাধ্য হয়ে চবির ভর্তিচ্ছুদের চারজন মিলে একটি টিকিট নেওয়ার সুযোগ করলেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের দাবি, ফ্রিতে ট্রেন ভ্রমণ করবেন। এতে যারা টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের মারাত্মক অসুবিধা হচ্ছে।’ 

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেও সুবর্ণ ট্রেনে বিনা টিকিটে অনেক ভর্তিচ্ছু ভ্রমণ করেছেন। ট্রেন আটকে রাখছেন। এটিতো ঠিক না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা