হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার ট্রেনের ইঞ্জিন আটকে বিনা ভাড়ায় ভ্রমণ করলেন চবির ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনা টিকিটে ভ্রমণ করায় কয়েক দিন আগে কুমিল্লার লাকসামে এক টিটিইর (টিকিট চেকার) সঙ্গে ঝামেলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের। এই ঘটনায় দুই ঘণ্টা সোনার বাংলা ট্রেন অবরোধ করে রাখেন তাঁরা। এবার ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও একই ঘটনা ঘটল। বিনা টিকিটে ট্রেনে উঠতে না দেওয়ায় প্রায় ৩০ মিনিট ট্রেনটির ইঞ্জিন আটকে রাখেন তাঁরা। পরে বিনা টিকিটে চট্টগ্রামে আসেন শতাধিক শিক্ষার্থী। 

আজ শুক্রবার ঢাকা থেকে সাড়ে ৪টায় চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। 

সুবর্ণ, সোনার বাংলা ও মহানগর গোধূলির কয়েকজন রেল কর্মচারী জানান, তাঁরা এক জোট হয়ে ট্রেনে উঠে যাচ্ছেন বিনা টিকিটে। বাধা দিলে রেল কর্মচারীদের মারধর করছেন। 

চট্টগ্রামের এসিও-২ শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলে টিকিটের দামের পাশাপাশি জরিমানাও করার নিয়ম আছে। কিন্তু বাধ্য হয়ে চবির ভর্তিচ্ছুদের চারজন মিলে একটি টিকিট নেওয়ার সুযোগ করলেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের দাবি, ফ্রিতে ট্রেন ভ্রমণ করবেন। এতে যারা টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের মারাত্মক অসুবিধা হচ্ছে।’ 

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেও সুবর্ণ ট্রেনে বিনা টিকিটে অনেক ভর্তিচ্ছু ভ্রমণ করেছেন। ট্রেন আটকে রাখছেন। এটিতো ঠিক না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ