হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার ট্রেনের ইঞ্জিন আটকে বিনা ভাড়ায় ভ্রমণ করলেন চবির ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনা টিকিটে ভ্রমণ করায় কয়েক দিন আগে কুমিল্লার লাকসামে এক টিটিইর (টিকিট চেকার) সঙ্গে ঝামেলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের। এই ঘটনায় দুই ঘণ্টা সোনার বাংলা ট্রেন অবরোধ করে রাখেন তাঁরা। এবার ঢাকা থেকে চট্টগ্রামে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও একই ঘটনা ঘটল। বিনা টিকিটে ট্রেনে উঠতে না দেওয়ায় প্রায় ৩০ মিনিট ট্রেনটির ইঞ্জিন আটকে রাখেন তাঁরা। পরে বিনা টিকিটে চট্টগ্রামে আসেন শতাধিক শিক্ষার্থী। 

আজ শুক্রবার ঢাকা থেকে সাড়ে ৪টায় চট্টগ্রাম ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। 

সুবর্ণ, সোনার বাংলা ও মহানগর গোধূলির কয়েকজন রেল কর্মচারী জানান, তাঁরা এক জোট হয়ে ট্রেনে উঠে যাচ্ছেন বিনা টিকিটে। বাধা দিলে রেল কর্মচারীদের মারধর করছেন। 

চট্টগ্রামের এসিও-২ শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিনা টিকিটে ভ্রমণ করলে টিকিটের দামের পাশাপাশি জরিমানাও করার নিয়ম আছে। কিন্তু বাধ্য হয়ে চবির ভর্তিচ্ছুদের চারজন মিলে একটি টিকিট নেওয়ার সুযোগ করলেও তাঁরা নিচ্ছেন না। তাঁদের দাবি, ফ্রিতে ট্রেন ভ্রমণ করবেন। এতে যারা টিকিট কেটে ভ্রমণ করছেন, তাঁদের মারাত্মক অসুবিধা হচ্ছে।’ 

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকেও সুবর্ণ ট্রেনে বিনা টিকিটে অনেক ভর্তিচ্ছু ভ্রমণ করেছেন। ট্রেন আটকে রাখছেন। এটিতো ঠিক না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত