হোম > সারা দেশ > ফেনী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ কেয়ারটেকারের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের আলীমুদ্দিন সড়কের একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আলিমুদ্দীন রোডের নয়ন টাওয়ারের নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আনিসুর রহমান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ফুনহাতা পঞ্চগড় এলাকার মৃত লতিফ মুনশির ছেলে। 

স্থানীয়রা বলছে, ৬ তলা নয়ন টাওয়ারের ভবনের নিচতলায় দারোয়ান একা থাকতেন। সিলিন্ডার গ্যাসের চুলায় তিনি রান্না করছিলেন। এ সময় একটিতে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ৬টা সিলিন্ডার মজুত ছিল। ধারণা করা যায় লাইনের গ্যাস না থাকায় ওই ভবনের কক্ষে গ্যাস সরবরাহের জন্য সিলিন্ডার মজুত রাখা হয়। 

ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘রাত ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপণে করে করে। দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ঘটনাস্থলে আনিসুর রহমান নামে একজন অগ্নিদগ্ধে নিহত হন। তিনি নয়ন টাওয়ারের কেয়ারটেকার বলে জানা যায়। তাঁর রুম থেকে আরও ৬টি সিলিন্ডার মজুত পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’ 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ