হোম > সারা দেশ > নোয়াখালী

প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না: কাদের মির্জা

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

প্রশাসন অন্ধ, তাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না বলে অভিযোগ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। যুক্তরাষ্ট্রে ১৪ দিনের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি। 

বসুরহাট পৌর হলে দলীয় নেতা-কর্মীদের দেওয়া সংবর্ধনা সভায় কাদের মির্জা বলেন, ‘অস্ত্র আর অর্থের কাছে রাজনীতি জিম্মি নয়। প্রশাসন অন্ধ থাকার কারণে এখনো কোম্পানীগঞ্জে শান্তি ফিরছে না।’ 

কাদের মির্জা আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর কোম্পানীগঞ্জের শান্তি বিঘ্নিত করা হয়েছে। এভাবে আর কত দিন চলবে। প্রশাসন আমার সঙ্গে অন্যদের তুলনা করে, এটা আমার খুবই কষ্ট লাগে। সন্ত্রাসী হামলা করে আমার দলের কয়েকজন নেতাকে গুরুতর আহত করা হয়েছে। কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু পুলিশ অন্ধের ভূমিকায় রয়েছে। পুলিশ প্রশাসন আমার কর্মীদের গ্রেপ্তার করেছে। আমার দলের কর্মী নুর হোসেন খানসাবের বিরুদ্ধে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ 

আল্লাহ আছেন, তিনি বিচার করবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে, এদের কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ স্ট্রোক করছে, এরা রাস্তায় দুর্ঘটনায় মারা যাবে।’

উল্লেখ্য, গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাদের মির্জা। ছয় মাস পর তিনি পুনরায় চিকিৎসা ফলোআপের জন্য আমেরিকা যাবেন।  

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের