হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে আহত ১৬ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে, মাঈন উদ্দিন সাজু (৩৮), তাজুল হক (৩০), স্বপন (৫০), মিজান (৩৪) ও কামাল হোসেন (৩৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সবাইয় বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর সমর্থক। অন্যান্য আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। 

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টা থেকে সদরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী আরমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পান ৮৪ ভোট। 

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রের সামনে জয় উল্লাস করার সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। 

বিজয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান অভিযোগ করে বলেন, ‘ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার সমর্থকেরা আহত হন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতা-কর্মীদের জানানো হয়েছে।’ 

এ বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির