হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাজা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে মারধর করে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহিসনুল হক এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রনজিত রায় চৌধুরী। 

তিনি জানান, মামলাটি ৪ বছরের অধিক সময় চলাকালীন আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবুল কালাম বাহার (৫০)। তিনি জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজি বাড়ির মৃত আব্দুল খালেক মিজির ছেলে। হত্যার শিকার ছালেহা খাতুন (৮০) খালেক মিজির স্ত্রী ও সাজাপ্রাপ্ত আবুল কালামের মা। 

আদালতের নথি ও মামলার বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, সাজাপ্রাপ্ত আবুল কালাম বাহার একসময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি অনেক সময় অসংলগ্ন কথাবার্তা বলতেন। এ কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। এরপরে বিভিন্ন সময়ে বাহার তাঁর মা ছালেহা খাতুনকে মারধর করতেন। ২০১৮ সালের ২৩ জুলাই ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে তিনি মায়ের ঘরে ঢুকে অতর্কিত মারধর শুরু করেন। একপর্যায়ে ঘরের স্টিলের দরজার ছিটকিনি ছালেহা খাতুনের চোখে ঢুকে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বাড়ির অন্য সদস্যরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছালেহা খাতুনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ছালেহা খাতুনের জামাই মো. রুহুল আমিন মিজি পরদিন ২৪ জুলাই ফরিদঞ্জ থানায় আবুল কালাম বাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় ফরিদগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়াকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ১৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট