হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত, বাড়িঘর ভাঙচুর

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ মঙ্গলবার গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৫-২০টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পুলিশ চারজনকে আটক করেছে।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে স্থানীয় একটি গ্যারেজে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে উপজেলা তেরকান্দা গ্রামের বাসিন্দা আমীর মিয়ার সঙ্গে চালক শাহারুল মিয়ার হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে আজ সকাল ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের অনেক বাড়িঘরে হামলা, ভাঙচুর চালায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চান্দের ও বারেক গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবককে বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করেন। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে তাঁদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এই ঘটনায় ১৫-২০টি বাড়িঘরে ভাঙচুর চালানে হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক