হোম > সারা দেশ > নোয়াখালী

যাত্রী নামিয়ে ফেরার পথে অটোরিকশা চালক নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক রুহুল আমিন (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে। 

নিহতের ছেলে আবুল কালাম বলেন, আজ সকালে আমার বাবা অটোরিকশায় করে যাত্রী নিয়ে চরজুবলী ইউপির পণ্ডিতের হাট যায়। দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য আমার বাবাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুহুল আমিন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। যাত্রী নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া পথে মারা যান। 

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা