হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মশাল মিছিলের পর ছাত্রলীগ ও যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর বড়পুল এলাকায় মশাল ও লাঠিসোঁটা নিয়ে মিছিলের পর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পোর্ট কানেকটিং রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)। তবে তাঁদের পদ-পদবির বিষয়ে জানা যায়নি।

এর আগে গতকাল রাত ১০টা নাগাদ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী মশাল, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে বড়পুল মোড়-সংলগ্ন পোর্ট কানেকটিং রোডে মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় অন্য আসামিরা কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো বাঁশের ৫টি মশালের অংশবিশেষ, ১১টি ইটের ভাঙা টুকরা ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশ-বিদেশ থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্যপ্রচার, আশ্রয়দানসহ বিভিন্ন অপরাধে জড়িত। এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ