সারাদেশে শাটডাউনের অংশ হিসেবে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন কোটা আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। সেখানে অন্তত ৪০০-৫০০ কোটা আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।
ঘটনাস্থলে রয়েছেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল কাইয়ুম। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। নতুন ব্রিজ এলাকায় প্রচুর বিজিবি ও পুলিশ রয়েছে। ৪০০-৫০০ আন্দোলকারী অবস্থান নিয়েছেন। যান চলাচল করছে না। গাড়িও সড়কে নেই বললেই চলে। আন্দোলকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।’
শফিকুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সরকার এখন আন্দোলকারীদের ছাত্রদল-শিবির বানাতে ব্যস্ত। এগুলো পুরোনো নাটক। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
এ বিষয়ে পুলিশের বাকলিয়া জোনের ডিসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।