হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আ.লীগের কার্যালয় ভাঙচুর-আগুন, থানা লক্ষ্য করে গুলির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই দফা হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সুধারাম মডেল থানায় ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করার অভিযোগ করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সোয়া ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহরের মাইজদীর টাউন হল মোড় এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে দুই দফা হামলা চালানো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে জেলা শহর মাইজদীর বিবি কনভেনশন হলের সামনে প্রধান সড়কে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকার সুপার মার্কেটের সামনের প্রধান সড়ক অবরোধ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে টাউন হল মোড় দিয়ে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। আবারও জিলা স্কুল এলাকা থেকে পেছনে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মূল ফটকের কলাপসিবল গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে নিচতলার ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুন দেওয়া হয়।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনকারীরা সরে গেলে স্থানীয়রা সড়কে জমে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিসংযোগ করা হলেও পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। বিক্ষোভকারীরা শহরের মাইজদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যাহ খান সোহেল বলেন, কোনো প্রকার উসকানি ছাড়াই আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
 
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কোটা আন্দোলনকারীরা সুধারাম মডেল থানার সামনে দিয়ে যাওয়ার সময় থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের ভেতর থেকে থানা লক্ষ্য করে গুলি করলে থানার ভবনের তৃতীয় তলার একটি জানালার কাচে গিয়ে লাগে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। তিনি আরও বলেন, আন্দোলন চলাকালীন নানাভাবে পুলিশকে লক্ষ্য করে উসকানি দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের বাধা দেয়নি।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির