হোম > সারা দেশ > নোয়াখালী

কৃষক সেজে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করল পুলিশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক ও দিনমজুর বেশে আলোচিত সৌরভ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার উড়ির চরের একটি ধানখেত থেকে আজ রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

ওসি সাজ্জাদ রোমন জানান, তাঁর নেতৃত্বে কৃষক বেশে এসআই রেজাউল, এসআই আশরাফ, এএসআই ইউসুফ উড়ির চরের একটি ধান খেতে কাজ করার সময় আলমগীরকে গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্টসহ তিনটি ওয়ারেন্ট রয়েছে।

ওসি জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হত্যাকারীরা গলা কেটে হত্যা করে সৌরভকে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আলমগীর হোসেন ওয়ারেন্টভুক্ত হয়। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি বাড়ি থেকে বাইরের দিকে গেলে হত্যাকারীরা তাঁকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হত্যাকারীরা তাঁর ভায়রা ভাইকেও মারধর করে। সৌরভের ভায়রা ভাইয়ের মাথা ফেটে গেলেও তিনি সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হন। কিন্তু সৌরভ আসতে পারেননি। একপর্যায়ে হত্যাকারীরা সৌরভের গলা কেটে তাঁকে হত্যা করে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে