হোম > সারা দেশ > নোয়াখালী

কৃষক সেজে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করল পুলিশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক ও দিনমজুর বেশে আলোচিত সৌরভ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার উড়ির চরের একটি ধানখেত থেকে আজ রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

ওসি সাজ্জাদ রোমন জানান, তাঁর নেতৃত্বে কৃষক বেশে এসআই রেজাউল, এসআই আশরাফ, এএসআই ইউসুফ উড়ির চরের একটি ধান খেতে কাজ করার সময় আলমগীরকে গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্টসহ তিনটি ওয়ারেন্ট রয়েছে।

ওসি জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হত্যাকারীরা গলা কেটে হত্যা করে সৌরভকে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আলমগীর হোসেন ওয়ারেন্টভুক্ত হয়। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি বাড়ি থেকে বাইরের দিকে গেলে হত্যাকারীরা তাঁকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হত্যাকারীরা তাঁর ভায়রা ভাইকেও মারধর করে। সৌরভের ভায়রা ভাইয়ের মাথা ফেটে গেলেও তিনি সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হন। কিন্তু সৌরভ আসতে পারেননি। একপর্যায়ে হত্যাকারীরা সৌরভের গলা কেটে তাঁকে হত্যা করে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির