হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় দেশে ফেরা আরও পাঁচজনের করোনা শনাক্ত

প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার স্থলবন্দর দিয়ে দেশে ফেরা আরও পাঁচজনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ভারত থেকে দেশে আসা ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। শনিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান।

তিনি জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকেরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৭৪ জন দেশে ফিরেছেন। তাঁদের প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকছেন। ইতো মধ্যেই ভারত ফেরত সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ৫৯ জনের মধ্য থেকে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

এই ব্যাপারে সিভিল সার্জন আরও জানান, ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ২৭৪ জন যাত্রী কোয়ারেন্টিনে আছেন। ভারত ফেরত ৩৩১ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নতুন করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে চারজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে এবং একজনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানান তিনি।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীরা ভারত থেকে দেশে ফিরছেন। শনিবার বিকেল পর্যন্ত আরও ৩৬ জন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরত আসেন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২