হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় দেশে ফেরা আরও পাঁচজনের করোনা শনাক্ত

প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার স্থলবন্দর দিয়ে দেশে ফেরা আরও পাঁচজনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ভারত থেকে দেশে আসা ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো। শনিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান।

তিনি জানান, ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকেরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৭৪ জন দেশে ফিরেছেন। তাঁদের প্রত্যেককেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকছেন। ইতো মধ্যেই ভারত ফেরত সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত ৫৯ জনের মধ্য থেকে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

এই ব্যাপারে সিভিল সার্জন আরও জানান, ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিন মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ ২৭৪ জন যাত্রী কোয়ারেন্টিনে আছেন। ভারত ফেরত ৩৩১ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নতুন করোনা শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে চারজনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে এবং একজনকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ছাড়া ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানান তিনি।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীরা ভারত থেকে দেশে ফিরছেন। শনিবার বিকেল পর্যন্ত আরও ৩৬ জন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরত আসেন।

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা