হোম > সারা দেশ > ফেনী

রাঙামাটি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ঢাকা থেকে রাঙামাটি ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা মারা যান। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই বন্ধু হলেন ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

ওসি কামাল ও ঘটনাস্থল এলাকার লোকজন জানান, শুভ ও মারুফ মোটরসাইকেলে করে বেড়াতে ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় পৌঁছালে তাঁদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ছিটকে পড়ে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল