হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্দোলনে নিহত কাইয়ুমের পরিবারের পাশে কুবি শিক্ষক সমিতি

কুবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ২ লাখ ২৫ হাজার ২৪৫ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। চেকটি শহীদ কাইয়ুমের পরিবারের পক্ষে তাঁর বন্ধুরা গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মানসহ শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকরা। 

উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, ‘এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছি। এখন শিক্ষক সমিতিও উদ্যোগ নিয়েছে।’ 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এটি আমাদের শিক্ষকদের মধ্য থেকে ছোট্ট একটি অবদান। ভবিষ্যতেও যদি কাইয়ুমের পরিবারের কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা শিক্ষকরা অবশ্যই তার পরিবারের পাশে দাঁড়াব।’ 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বের হয়ে কুবি শিক্ষার্থী মো. আবদুল কাইয়ুম পুলিশের গুলিতে নিহত হন। এনাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট তাঁর মৃত্যু হয়।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু