নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।