হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিএনপির নেতা বুলুর ওপর হামলা, আহত ৯

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর ওপর হামলা হয়েছে। বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে আজ শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তাঁর ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

শায়রুল কবির বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’ 

শায়রুল কবির জানান, হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন। 

বরকত উল্লা বুলুর ছেলে তানিয়াত বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।’ 

তানিয়াত জানান, সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী। 

বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আজ শনিবার রাত ৮টায় আজকের পত্রিকাকে বলেন, ‘বরকত উল্লা বুলু সস্ত্রীক নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বিপুলাসারে আওয়ামী লীগের দলীয় লোকজন হামলা করে। এতে করে বুলু, তাঁর স্ত্রীসহ বিএনপির সাত থেকে আটজন আহত হন।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির