হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদ্রাসাছাত্রকে ধর্ষণের খবরে ক্ষিপ্ত জনতা, স্বেচ্ছায় তালাবদ্ধ হুজুরকে আটক করল পুলিশ

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আটক হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ১২ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহাকে (৩২) আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘সোমবার সকালে বাড়িতে এসে কান্নাজড়িত কণ্ঠে আমাদের মাদ্রাসার শিক্ষকের নির্যাতনের ঘটনা বলে। আমরা সকলে তাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় ভেতর থেকে তালা দিয়ে আটকে সেখানে বসে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়।’

ভিকটিমের স্বজনেরা জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে হুজুর মাদ্রাসার পাশে তার বাসায় ডেকে নিয়ে যায় ভুক্তভোগী ছাত্রকে। পরদিন সকালে ছাত্রটি অসুস্থ অবস্থায় বাড়িতে এসে ঘটনার বিস্তারিত তাঁদের জানায়। এ ঘটনায় তাঁরা থানায় মামলা দায়ে করছেন।

ওই মাদ্রাসার শিক্ষক এক মাস আগেও এ রকম একটি ঘটনা ঘটায়। সেটা তিনি স্থানীয়ভাবে সমাধান করেন।

স্থানীয়রা জানান, মাদ্রাসার ভবনের একটি ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে হুজুর থাকেন। বউ-বাচ্চাকে বেড়াতে পাঠিয়ে এ ঘটনা ঘটিয়েছে হুজুর। এর আগেও এ রকম একটি অভিযোগে ওঠে তাঁর বিরুদ্ধে। সেটা সমাধান করে ফেলে। গতকাল রাতের ঘটনায় সকাল থেকে পুরো এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকও ভেতর থেকে তালা দিয়ে সেখানে বসে থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ