হোম > সারা দেশ > নোয়াখালী

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৫ ছাত্রকে সাময়িক বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় বাজার ও দোকানে আড্ডা দেওয়ার অপরাধে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়র অষ্টম ও নবম শ্রেণির ছাত্র। 

আজ রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যম তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

নোটিশে বলা হয়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকর অবগতির জন্য জানানা যাচ্ছে যে—শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজার আড্ডা দেওয়া, হোটেল খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদের সতর্কও করা হচ্ছে। 

বিদ্যালয় সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ পর্যায়ের বিদ্যালয়গুলোর মধ্যে লেখাপড়ায় বেশ এগিয়ে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয় অনেক বড় খেলার মাঠে ছুটির পর খেলাধুলার সুযোগ রয়েছে। কিন্তু ইদানীং বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি থেকে ক্লাসরে নাম করে এসে বাহির আড্ডা দেয়। ক্লাস চলাকালীন তারা বাজার চায়ের দোকানে বসে থাকে। অনেকে টিফিনের সময় ক্লাস ফাঁকি দিয়ে চলে যায়। এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে শিক্ষকদের নজরে আসে। অভিযোগ সত্য হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। 

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বার্তা দেওয়া হয়েছে। যাতে করে ক্লাস চলাকালীন তারা আর এমন কাজ না করে।’ 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫