হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা জরিনা বেগম  আহত হন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া-চান্দুরা সড়কের পৌরসভার খড়মপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত হাজী শিরো মোল্লার ছেলে। আহত নারী বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গুচ্ছ গ্রামের মো. চান মিয়ার স্ত্রী। 

নিহত ইমাম হোসেনের বোন জামাই আব্দুর রউফ চৌধুরী বলেন, 'আমার শ্যালক ইমাম হোসেন আল আরাফাহ ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। আজ সকালে আমার বাড়ি নূরপুর থেকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।' 

এ বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) সুধাংশু চৌধুরী বলেন, 'দুপুর ১২টার দিকে ইমাম হোসেনকে হাসপাতালে আনা হলে তাঁর উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানোর সময় তাঁর মৃত্যু হয়।' 

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর শুনেছি। এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ পায়নি।' 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট