হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্বে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দু’চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। 

মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন মামুন ও ৫ নম্বর চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সলিম উল্যাহ টেলু। তারা দু’জনই ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। ৮ ইউনিয়নে ৬ জন সাধারণ সদস্য প্রার্থীর ৪ জনের ঋণ খেলাপির দায়ে এবং দু’জনের ২৫ বছর পূর্ণ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া সাধারণ সদস্যরা হচ্ছে, ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নবী, ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলাম, ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইসহাক, ৬ নম্বর রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামজাদা হাবীব আনোয়ার এবং ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন। 

কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৩ জন, সংরক্ষিত নারী মেম্বার ৮৬ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়