হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দু চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই পর্বে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দু’চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে স্ব স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। 

মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন মামুন ও ৫ নম্বর চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সলিম উল্যাহ টেলু। তারা দু’জনই ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানান। ৮ ইউনিয়নে ৬ জন সাধারণ সদস্য প্রার্থীর ৪ জনের ঋণ খেলাপির দায়ে এবং দু’জনের ২৫ বছর পূর্ণ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়নপত্র বাতিল হওয়া সাধারণ সদস্যরা হচ্ছে, ২ নম্বর চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নবী, ৫ নম্বর চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৮ নম্বর ওয়ার্ডের মো. নুরুল ইসলাম, ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইসহাক, ৬ নম্বর রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামজাদা হাবীব আনোয়ার এবং ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন। 

কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান ৪৩ জন, সংরক্ষিত নারী মেম্বার ৮৬ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৩২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির