কুমিল্লা মডার্ন হাই স্কুল ও শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি কুমিল্লা জেলার বরেণ্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের সহধর্মিণী।
আজ বৃহস্পতিবার দুপুরে মডার্ন স্কুল সংলগ্ন মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে তার প্রথম জানাজা এবং ঠাকুরপাড়া চাঁনখা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান শেষে নগরীর ঠাকুরপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।