হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ছবি: আরব নিউজের সৌজন্যে

সরকার অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আহরণে যখন তাগাদা দিচ্ছে, ঠিক সেই সময়ে রাজস্ব কর্মকর্তারা ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। যা অর্থনৈতিক জন্য চরম দুঃসংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের লাগাতার শাটডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে দেশের প্রধান বাণিজ্যিক বন্দর চরম অচলাবস্থার মধ্যে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন ব্যবসায়ী এবং রপ্তানিকারকেরা। বিষয়টি নিয়ে কাস্টমস কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নারাজ।

শনিবার (২৮ জুন) চট্টগ্রাম কাস্টম হাউসে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে থাকায় পুরো অফিস প্রায় ফাঁকা। আমদানি পণ্যের শুল্কায়ন, খালাস ও রপ্তানি পণ্যের শুল্কায়ন-পরবর্তী জাহাজে ওঠানো কার্যক্রম বন্ধ রয়েছে। আগে শুল্কায়ন করা চালানগুলোর খালাসেও জটিলতা তৈরি হয়েছে। বন্দরের গেটে অবস্থানরত কাস্টমস কর্মকর্তারা পণ্য স্ক্যানিং ও পরীক্ষা না করায় বন্দর কর্তৃপক্ষও পণ্য খালাস দিচ্ছে না।

ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) মেসার্স সেভেন স্টার ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের একটি রপ্তানি চালান গতকাল (শুক্রবার) ইসহাক ডিপোতে আসছে। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে চালানটি আজ শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শুল্কায়ন করা যায়নি।’

বাংলাদেশ ইন্ডল্যান্ড ডিপো অ্যাসোসিয়েশনের(বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে ২১টি অপডকে রপ্তানি চালান জমা হয়ে যাচ্ছে। এতে রপ্তানি বন্ধ হয়ে রাজস্ব আদায়ও ব্যাহত হচ্ছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আজ থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চালু থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। পাশাপাশি, সারা দেশের রাজস্ব দপ্তর থেকে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচিও পালিত হচ্ছে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাতীয় রাজস্ব ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনাও করেছে, যাতে রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার দ্রুত সম্ভব হয়।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব ও মুখপাত্র মো. নাসির উদ্দিন জানান, বন্দরের পণ্য খালাস দিতে সব বিভাগ খোলা থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের লাগাতার শাটডাউনের কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি ও রপ্তানি কার্যক্রম। চরম ভোগান্তির মুখে পড়েছেন ব্যবসায়ী এবং রপ্তানিকারকেরা। বন্দরের গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন না করায় বন্দর থেকে পণ্য বের করা যাচ্ছে না।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি