হোম > সারা দেশ > নোয়াখালী

পছন্দের কমিটি না দেওয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজে পছন্দের কমিটি না দেওয়ায় লোকমান হোসেন সাগর (২৮) নামে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জজকোর্টের সামনে এ ঘটনা ঘটে। 
আহত লোকমান হোসেন সাগর জেলা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ও সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি চরজব্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। 
লোকমানের বড় ভাই উত্তর বাগ্যা গ্রামের ইউপি সদস্য মো. শাহাজাহান বলেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদের পছন্দের লোককে চরজব্বর ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটিতে রাখতে অপারগতা প্রকাশ করা হয়। তাই তাঁর নির্দেশে লোকমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

আহত লোকমান অভিযোগ করে বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মাইজদী জজকোর্টের সামনে ভুঁইয়ারহাট এলাকার মাঈন উদ্দিন শাকিলের নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত আমার ওপর হামলা চালায়। এ সময় তাঁরা আমাকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। পরে আদালত ভবনের আইনজীবীরা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।’ 

সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্যাহ আল মামুন জাবেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার ঘটনাটি ফেসবুকে দেখেছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। আর চরজব্বর কলেজ ছাত্রলীগের কমিটি ঈদের পরে নিয়ম মোতাবেক দেওয়া হবে। এ নিয়ে কোনো মতবিরোধ নেই।’ 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির