হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজার রায় শুনে কাঠগড়া থেকে পালাল আসামি, এজলাসে ব্যাপক হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেক প্রতারণার মামলায় সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। তিন ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনাটি নিয়ে এজলাসে ব্যাপক হট্টগোল হয়। শিথিল নিরাপত্তা ব্যবস্থার প্রামাণিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে। 

মো. সাইফুল করিম খান (৪৬) নামে এই অভিযুক্তকে কাঠগড়ায় রেখেই আজ রোববার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে ছয় মাসের সাজা ও সাড়ে পাঁচ লাখ অর্থদণ্ড হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) এ এ এম হুমায়ন কবীর জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই আসামির বিরুদ্ধে আদালত রায় ঘোষণার সময় কতর্ব্যরত পুলিশ সদস্য খেয়াল করেননি। আসামি জামিনে থাকায় তাঁকে নিয়ে ‘তেমন মাথায় নেয়নি’। তাছাড়া তিনি এজলাসের বাইরে আরও এক আসামির সঙ্গে কথা বলছিলেন। রায় ঘোষণা শেষে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুপচাপ এজলাস থেকে পালিয়ে যান। 

পুলিশ কর্মকর্তা হুমায়ন কবীর আরও বলেন, ‘এখানে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে একজন বয়স্ক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। ওনার চাকরি আর মাত্র ৩ মাস বাকি। আর ওই আসামি ছিলেন জামিনে। পরে আমরা অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডিত সাইফুল করিম খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

আদালত পুলিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানার নিমতলার বজলুল করিম খানের ছেলে সাইফুলের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করেন মেসার্স দ্রুত পরিবহনের স্বত্বাধিকারী আল মুজিবুল বশর।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ