হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজার রায় শুনে কাঠগড়া থেকে পালাল আসামি, এজলাসে ব্যাপক হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেক প্রতারণার মামলায় সাজার রায় শুনে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। তিন ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও ঘটনাটি নিয়ে এজলাসে ব্যাপক হট্টগোল হয়। শিথিল নিরাপত্তা ব্যবস্থার প্রামাণিক এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালতে। 

মো. সাইফুল করিম খান (৪৬) নামে এই অভিযুক্তকে কাঠগড়ায় রেখেই আজ রোববার চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে ছয় মাসের সাজা ও সাড়ে পাঁচ লাখ অর্থদণ্ড হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) এ এ এম হুমায়ন কবীর জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই আসামির বিরুদ্ধে আদালত রায় ঘোষণার সময় কতর্ব্যরত পুলিশ সদস্য খেয়াল করেননি। আসামি জামিনে থাকায় তাঁকে নিয়ে ‘তেমন মাথায় নেয়নি’। তাছাড়া তিনি এজলাসের বাইরে আরও এক আসামির সঙ্গে কথা বলছিলেন। রায় ঘোষণা শেষে দুপুর ১২টা ২০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুপচাপ এজলাস থেকে পালিয়ে যান। 

পুলিশ কর্মকর্তা হুমায়ন কবীর আরও বলেন, ‘এখানে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন এজলাসে একজন বয়স্ক পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। ওনার চাকরি আর মাত্র ৩ মাস বাকি। আর ওই আসামি ছিলেন জামিনে। পরে আমরা অভিযান চালিয়ে বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডিত সাইফুল করিম খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

আদালত পুলিশের তথ্য অনুযায়ী, ২০২০ সালে সাড়ে পাঁচ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানার নিমতলার বজলুল করিম খানের ছেলে সাইফুলের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি করেন মেসার্স দ্রুত পরিবহনের স্বত্বাধিকারী আল মুজিবুল বশর।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল