হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জায়গা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে রাস্তার জায়গা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাই রফিক মিয়ার হাতে আবুল খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত আবুল খায়ের মিয়া উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে। 

জানা গেছে, খায়ের মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তার জায়গা নিয়ে ঝামেলা চলছিল। আজ সকালে কুড়িঘর বাজারে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রফিক মিয়া আবুল খায়েরকে কিলঘুষি দেয়। এতে আবুল খায়ের আহত হলে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী শহীদ মিয়া বলেন, ‘আমাদের গ্রামের বাজারে সকাল ৮টার দিকে দেখি রফিক মিয়া ও আবুল খায়ের মিয়ার মধ্যে বাড়ির রাস্তাঘাট নিয়ে কথা-কাটাকাটি চলছে। একপর্যায়ে রফিক মিয়া ও তাঁর লোকজন আবুল খায়ের ওপর আক্রমণ করেন। ঘটনাস্থলেই মারা খায়ের মিয়া মারা যান। ঘটনার পরপরই রফিক ও তাঁর বাড়ির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যান। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

মৃত খায়ের মিয়ার স্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহ আগে আমাদের বাড়ির পাশের রাস্তা নিয়ে তর্ক-বিতর্ক হয়েছিল। তখন কোনো ঝগড়া ফ্যাসাদ হয়নি। কিন্তু আজ সকালে আমার স্বামী বাজারে গেলে রফিকসহ ৪-৫ জন লোক তাঁর গলায় টিপ দিয়ে ধরে কিলঘুষি মারেন। ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান। এখন আমি ৪ ছেলেমেয়েকে নিয়ে কী করব, কীভাবে চলব? আমি আমার স্বামীর খুনিদের ফাঁসি চাই।’ 
 
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, তাঁদের দুজনের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে চা স্টলে দুজনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে খায়ের মিয়াকে কিলঘুষি দিয়ে আহত করেন রফিক মিয়া। আহতাবস্থায় তাঁকে পল্লিচিকিৎসকের কাছে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক খায়ের মিয়াকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ সুপার আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান। পরবর্তীতে যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা