বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে নগরীর চকবাজার ফয়সাল হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ছয়টি ককটেল ও ৯টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা (সদর সার্কেল) কামরান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কান্দিরপাড় থেকে বিএনপির নেতা-কর্মীদের একটি মিছিল চকবাজারের দিকে যায়। ওই সময় বিএনপির নেতা-কর্মীরা চার থেকে পাঁচটি ককটেলেন বিস্ফোরণ ঘটান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
এদিকে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় একটি বাস ভাঙচুর করেছেন হরতালকারীরা।