হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মানবাধিকারকর্মী ওপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি  

ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্র। ছবি: সংগৃহীত

কুমিল্লার মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

আজ বুধবার আহত ব্যবসায়ী চিকিৎসা শেষে এ অভিযোগ করেন। এর আগে গত সোমবার তিনি হামলার শিকার হন। মওদুদ আবদুল্লাহ শুভ্র নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী।

অভিযোগে জানা গেছে, শুভ্র পুরাতন চৌধুরীপাড়ায় নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজেরা শুভ্রর কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাঁকে প্রাণনাশের জন্য হুমকি দিচ্ছিল। সোমবার তাঁর ওপর হামলাও চালায়। তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা সন্ত্রাসীরা শুভ্রর ওপর আঘাত করে তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

শুভ্র বলেন, ‘আমি কর্মস্থলে যাওয়ার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। আমি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমাকে প্রাণনাশের জন্য হামলা করা ও ছিনতাই, চাঁদাবাজির জন্য কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্তদের দ্রুত ধরতে চেষ্টা করছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘আমি যোগদানের পরপর বলেছি, কুমিল্লায় এখন থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি কোতোয়ালি থানার ওসির সঙ্গে কথা বলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলব।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে