হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মানবাধিকারকর্মী ওপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি  

ব্যবসায়ী মওদুদ আবদুল্লাহ শুভ্র। ছবি: সংগৃহীত

কুমিল্লার মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

আজ বুধবার আহত ব্যবসায়ী চিকিৎসা শেষে এ অভিযোগ করেন। এর আগে গত সোমবার তিনি হামলার শিকার হন। মওদুদ আবদুল্লাহ শুভ্র নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী।

অভিযোগে জানা গেছে, শুভ্র পুরাতন চৌধুরীপাড়ায় নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজেরা শুভ্রর কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তাঁকে প্রাণনাশের জন্য হুমকি দিচ্ছিল। সোমবার তাঁর ওপর হামলাও চালায়। তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা সন্ত্রাসীরা শুভ্রর ওপর আঘাত করে তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

শুভ্র বলেন, ‘আমি কর্মস্থলে যাওয়ার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। আমি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমাকে প্রাণনাশের জন্য হামলা করা ও ছিনতাই, চাঁদাবাজির জন্য কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ অভিযুক্তদের দ্রুত ধরতে চেষ্টা করছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘আমি যোগদানের পরপর বলেছি, কুমিল্লায় এখন থেকে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি কোতোয়ালি থানার ওসির সঙ্গে কথা বলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলব।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ