হোম > সারা দেশ > কুমিল্লা

গৌরীপুর-আসমানিয়া সড়ক দেবে গর্ত, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর-আসমানিয়া সড়কের প্রায় ৩০ ফুট অংশ দেবে গর্ত হয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন উপজেলার লক্ষ্মীপুর, চান্দেরচর, চররাজাপুর, গলিয়ারচর, চরচারিপাড়া, খোশকান্দি, চেঙ্গাতলী, দক্ষিণ নারান্দিয়া, উত্তর নারান্দিয়া ও আসমানিয়া ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষজন।

লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন বলেন, সড়কটি দ্রুত সংস্কার করতে হবে। কারণ এমনভাবে সড়কটি দেবে গেছে যে এলাকার কেউ অসুস্থ হলে তাঁকে এই পথ দিয়ে হাসপাতালে নেওয়াও সম্ভব হবে না।

দাউদকান্দি উপজেলার চান্দের চর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন বলেন, আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাছে গৌরীপুর-আসমানিয়া সড়কের প্রায় ৩০ ফুট অংশ দেবে গর্ত হয়ে গেছে। ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষজন ওই সড়ক ব্যবহার করেন। এর কোনো বিকল্প সড়কও নেই। এক বছর আগে সড়কটি পাকা করা হয়েছিল। পাকা করার পর এর আগেও একবার সড়কটির একটি অংশ ভেঙে পড়েছিল। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সড়ক মেরামত করে যানবাহন চলাচল শুরু করা হয়েছিল। এখন সড়ক ধসে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় মেম্বার হ‌ুমায়ূন জানান, গৌরীপুর-আসমানিয়া সড়কটি গোমতী নদীর তীরবর্তী হওয়ায় দাউদকান্দির লক্ষ্মীপুর গ্রাম দিয়ে মুরাদনগরসহ আশপাশের এলাকায় দ্রুত সময়ের মধ্যে যাওয়া যায়। ফলে সড়কটি টেকসই করতে হলে গাইড ওয়াল নির্মাণ করে মেরামত করতে হবে। তাহলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলার প্রকৌশলী মো. আফসার হোসেন খন্দকারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সড়ক ধসে যাওয়ার বিষয়টি আমি জেনেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সরেজমিনে আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া সরকার বলেন, ‘আমি ধসে যাওয়া সড়কটি নিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আপাতত অস্থায়ীভাবে সড়কটি মাটি দিয়ে ভরাট করে চলাচলের ব্যবস্থা করব। পরবর্তীতে কয়েক দিনের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে মেরামতের কাজ শুরু করা হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে