হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে যুবদল নেতাকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

ফয়সাল আহমেদ। ছবি: সংগৃহীত

বান্দরবান জেলা যুবদলের এক নেতাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।

অপহৃত যুবদল নেতার নাম ফয়সাল আহমেদ, তিনি জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সহসম্পাদক।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে ফয়সাল তাঁর দোকানের কর্মচারীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাঁকে ধরে শহরের লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছেন।

এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। পাহাড়ি কোনো সশস্ত্র গোষ্ঠী তাঁকে অপহরণ করে থাকতে পারে।

এ বিষয়ে অপহৃত যুবদল নেতার আত্মীয় নার্গিস আক্তার বলেন, ‘ফয়সাল আহমেদের কোনো খোঁজ এখনো পাইনি আমরা, কোনো গ্রুপ মুক্তিপণের জন্য ফোনে যোগাযোগ করেনি।’

বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, ‘আমাদের এক নেতাকে অপহরণ করা হয়েছে। সে নিজেই মেসেজ পাঠিয়ে জানায় যে, পাঁচজন উপজাতি ছেলে তাঁকে ধরে নিয়ে যাচ্ছে।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘আমরা যুবদল নেতাকে অপহরণের খবর পেয়েছি, তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির