হোম > সারা দেশ > কুমিল্লা

শিশু গৃহকর্মী হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে শিশু গৃহকর্মী মরিয়ম হত্যার দায়ে স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই রায় ঘোষণা করেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ড পাওয়া আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর পূর্বপাড়া এলাকার মো. এনামুল এলাহী শুভ (৩৪) ও তাঁর স্ত্রী নাদরাতুল নাঈম আহমেদ (২২)। নিহত শিশু মরিয়ম বেগম (৭) কিশোরগঞ্জের হোসেনপুর থানার বীর পাইকসা গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে।

মামলা থেকে জানা গেছে, শুভ ও নাদরাতুল দম্পতি সন্তানদের সঙ্গ দেওয়ার কথা বলে শিশু মরিয়মকে বাড়িতে নিয়ে আসেন। পরে গৃহকাজ করাতে বাধ্য করান। ২০২০ সালের ২৭ অক্টোবর রাত ২টার সময় মরিয়মকে শারীরিক নির্যাতন করে হত্যা করেন ওই দম্পতি। হত্যার পর মরিয়মের লাশ চাদর দিয়ে পেঁচিয়ে পরদিন প্রাইভেটকারে করে নিহতের বাড়িতে নিয়ে আসেন তাঁরা। পরে চাদর খুলে মরিয়মে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছিদ্র, চামড়া ছোলা ও কালচে জখম দেখে হোসেনপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ওই দম্পতিকে আটক করে। এ বিষয়ে নিহত মরিয়মের বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে থানায় মামলা করেন।

পিপি রফিকুল ইসলাম জানান, মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নেওয়া শেষে ও আসামি মো. এনামুল এলাহী শুভর স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী-স্ত্রী দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে