হোম > সারা দেশ > কুমিল্লা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাঁশিবাদক মনিরের

কুমিল্লা প্রতিনিধি

‘ও…বাঁশেতে ঘুণ ধরে যদি, কেন বাঁশিতে ঘুণ ধরে না, কতজনায় মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না’...শচীন দেব বর্মণের এই গানের সুরে বিভিন্ন অনুষ্ঠান মাতিয়ে রাখা কুমিল্লার সুপরিচিত বাঁশিবাদক মনির হোসেন বাসচাপায় নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত প্যাড বাদক সহযোগী বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

নিহত মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। নিহত মনির ও আহত বোরহান দুজনই সাংস্কৃতিক সংগঠন ‘দ্যা কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লা’র সদস্য ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে (কিষান) মনিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত বোরহানের বরাত দিয়ে কিশোর কান্তি বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে তাঁরা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল চড়ে কুমিল্লায় ফিরছিলেন। হরিশচর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মনির ঘটনাস্থলেই মারা যান। পরে বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

সংগঠনটির সদস্য রাসেল দেওয়ান বলেন, ‘তারা চারজন লাকসামে গিয়েছিল দুটি মোটরসাইকেলে চড়ে। দুজন সামনে ছিল, মনির ও বোরহান পেছনে ছিল। দুর্ঘটনায় মনির মারা যায় এবং বোরহানকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

রাসেল দেওয়ান আরও বলেন, ‘যেকোনো অনুষ্ঠানে সবচেয়ে বড় সাহস ছিলেন মনির ভাই। দারুণ বাঁশি বাজাতেন, শো মাতিয়ে রাখতে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি।’ 

এ বিষয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। একজন মারা গেছেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’ 

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা