হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুই কিশোরীকে হত্যার অপরাধে আবুল হোসেন (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্ল্যাহ তাঁর উপস্থিতিতে এই রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আবু সাঈদ জানান, আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ২০১৮ সালের ১৮ মে উপজেলার জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ায় কিশোরী সকলতি ত্রিপুরা (১৭) ও সবিরানী ত্রিপুরাকে (১৬) হত্যার দায়ে আজ তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালত আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওমর হায়াত মানিককে খালাস দেওয়া হয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আবুল হোসেন বিভিন্ন সময় ত্রিপুরাপল্লিতে গিয়ে সুকলতি ত্রিপুরাকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিস ডেকে আবুল হোসেনকে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে ত্রিপুরাপল্লিতে গিয়ে তিনি সুকলতিকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় পাশের বাড়ির সবিরানী ত্রিপুরা ঘটনাটি দেখে ফেলায় তাঁকেও হত্যা করা হয়। পরে তাঁদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত