হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই কিশোরীকে হত্যা অপরাধে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দুই কিশোরীকে হত্যার অপরাধে আবুল হোসেন (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্ল্যাহ তাঁর উপস্থিতিতে এই রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আবু সাঈদ জানান, আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ২০১৮ সালের ১৮ মে উপজেলার জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ায় কিশোরী সকলতি ত্রিপুরা (১৭) ও সবিরানী ত্রিপুরাকে (১৬) হত্যার দায়ে আজ তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালত আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওমর হায়াত মানিককে খালাস দেওয়া হয়েছে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আবুল হোসেন বিভিন্ন সময় ত্রিপুরাপল্লিতে গিয়ে সুকলতি ত্রিপুরাকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিস ডেকে আবুল হোসেনকে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে ত্রিপুরাপল্লিতে গিয়ে তিনি সুকলতিকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় পাশের বাড়ির সবিরানী ত্রিপুরা ঘটনাটি দেখে ফেলায় তাঁকেও হত্যা করা হয়। পরে তাঁদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার