হোম > সারা দেশ > কুমিল্লা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখাতে ঋণ, পরিশোধের টাকা জোগাতে খুন: পুলিশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখাতে ৫ হাজার টাকা প্রতিবেশীর থেকে ঋণ করেন খাইরুল আলম শাকিল (৩০)। পরে টাকা পরিশোধের জন্য পাওনাদার চাপ দিচ্ছিলেন তাঁকে। আর সেই টাকা পরিশোধ করতে ছিনতাই, অবশেষে হত্যার পথ বেছে নেন তিনি।

কুমিল্লা চৌদ্দগ্রামে রিকশাচালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামির প্রাথমিক স্বীকারোক্তি নিয়ে সংবাদ সম্মেলন করেছে চৌদ্দগ্রাম থানা-পুলিশ। আজ বুধবার এ সব তথ্য তুলে ধরেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক তদন্ত রাজিব চক্রবর্তী, মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান। 

গ্রেপ্তার আসামির নাম খায়রুল আলম শাকিল। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। 

এ ঘটনায় নিহতের নাম রাসেদ মিয়া (১৮)। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে। 

সহকারী পুলিশ সুপার বলেন, ‘টাকা সংগ্রহের জন্য মরিয়া শাকিল পরিকল্পনা মোতাবেক গত ১৮ জানুয়ারি (বুধবার) চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে ঘোরাফেরা করতে থাকেন। অটোরিকশা ও সিএনজিচালিত অটো রিকশাচালকদের টার্গেট করেন তিনি। সেই টার্গেটের বলি হন অটোরিকশা চালক মো. রাসেদ মিয়া (১৮)। কৌশলে অভিযুক্ত শাকিল অটো রিকশাচালক রাসেদকে ২৭০ টাকা ভাড়া করে পরিকল্পনা মোতাবেক উপজেলার উজিরপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালের পাড়ে একটি ধানখেতে নিয়ে যান। সেখানে একটি ছুরির ভয় দেখিয়ে অটো রিকশাচালক রাসেদ মিয়ার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে। আহত রাসেদ চিৎকার করলে শাকিল ভয়ে পালিয়ে বাড়ি ফিরে যায়।

সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরও বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে ধান খেতেই মারা যায় অটো রিকশাচালক রাসেদ মিয়া। পরদিন বৃহস্পতিবার খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পাশেই পড়ে ছিল তাঁর অটোরিকশাটি। পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। ওই রাতেই তাঁর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় খাইরুল আলম শাকিলকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে।’ 

গ্রেপ্তার শাকিলের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘শাকিল এক সময় দুবাই প্রবাসী ছিলেন। সেখান থেকে ফেরত এসে বিয়ে করেন। পাশাপাশি একটি ইটভাটার ড্রামট্রাকের চালক হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় ডাক্তার দেখানোর জন্য প্রতিবেশী থেকে ৫ হাজার টাকা ঋণ করেন। পাওনাদার তাঁকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করলে তিনি পরিশোধে ব্যর্থ হন। পরে ১৮ জানুয়ারি মুন্সিরহাট বাজারে গিয়ে বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের টার্গেট করেন। অটোরিকশাচালক রাসেদ মিয়া যাত্রীদের সঙ্গে টাকা লেনদেনের সময় তাঁর হাতে বেশ কিছু ৫০০ টাকার নোট দেখতে পান শাকিল। এরপর কৌশল করে তাঁকে সুয়াগাজী বাজারের জন্য ২৭০টায় রিজার্ভ করেন তিনি। পরিকল্পনা মোতাবেক ঘটনাস্থলে নিয়ে যান শাকিল।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু