হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত 

নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ওই দেশের ডাকাতের দল। গতকাল শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয়।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

আজ রোববার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ১০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। সেখানকার উজালা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেখানেই বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। এ বছর ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আগস্ট মাসে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

সেলিম মিয়া আরও বলেন, গতকাল রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় সে দেশের কয়েকজন ডাকাত দোকানের ছাদের টিন কেটে প্রবেশ করে। পরে তারা আমার ভাইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরেই আমার ভাই মারা যায়। ঘটনার সময় দোকান থেকে ডাকাতেরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।’

আজ সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে মৃত্যুর খবরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন। রহিমের মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত