হোম > সারা দেশ > কক্সবাজার

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ ইউপি সদস্যের, অতঃপর...

কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, সদর উপজেলার খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার ছেলে আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ইউপি সদস্য এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত থেকে উঠে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ইউপি সদস্য বাবুলের পুকুরে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, পুকুরে ঝাঁপ দিয়ে অপর প্রান্ত থেকে ওঠার চেষ্টা করেন ইউপি সদস্য। ওই প্রান্তেও পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি পুলিশের উদ্দেশে চিৎকার করেন এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তাঁর মা মারা গেছেন, আগামীকাল মঙ্গলবার তাঁর মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। এই এক দিন তাঁকে গ্রেপ্তার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান।

গ্রেপ্তার পর ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ