হোম > সারা দেশ > কুমিল্লা

শতবর্ষেও ভোট দিতে চান নব্বই-ঊর্ধ্ব আবিদের নেছা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উত্তর শীলমুড়ি ইউনিয়নে হুইল চেয়ারে বসে ছেলে ও পুত্রবধূর সঙ্গে ভোট দিতে এসেছেন নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা আবিদের নেছা। ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধা। তাঁর ইচ্ছে আগামী নির্বাচনে শতবর্ষে ভোট দেওয়ার।

আজ বৃহস্পতিবার সকালে তিনি শীলমুড়ি ইউনিয়নে সুলতানপুর ফয়জুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসেন। সবার আগে ওই কেন্দ্রের প্রথম ভোট তিনি দিয়েছেন। আবিদের নেছার স্বামী এ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা জালাল উদ্দিন। তিনি মারা যান প্রায় ৩০ বছর আগে।

ভোটার আইডি অনুযায়ী আবিদের নেছার জন্মতারিখ ২০ অক্টোবর ১৯২৭ সাল হলেও তিনি দাবি করেন, তাঁর বয়স শতবর্ষের বেশি হবে। তিনি বলেন, চলাফেরায় কিছু সমস্যা হলেও স্বাভাবিকভাবে সবকিছু করতে পারেন। কথাও বলতে পারেন স্পষ্ট।

এদিকে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের ৫৭ কেন্দ্র, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন, চান্দিনা এবং চৌদ্দগ্রামের একটি করে ওয়ার্ডসহ ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে