হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৩ জনের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে তিনজনের মনোনয়নপত্র। ফলে ভোটের লড়াইয়ে টিকে থাকলেন তিন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদকে লড়তে হবে ধর্মভিত্তিক দলের দুই প্রার্থীর সঙ্গে। 

আজ বুধবার মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পাশাপাশি তিনজনের বাতিল করেন। 

মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলোশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী ও সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী। 

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, এনপিপির প্রার্থী মোস্তাফা কামাল পাশা ডাচ্‌-বাংলা ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী ১ শতাংশ ভোটারের সমর্থন-সংক্রান্ত কমিশনের চাহিদা পূরণ করতে না পারায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ