হোম > সারা দেশ > চাঁদপুর

ব্যাংকের নৈশপ্রহরী হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের নৈশপ্রহরীর লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাংকে টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাত হোসেনকে হত্যা করেন। 

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ শনিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাতকে খুন করেন এক নারী ও পুরুষ। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা। ওই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্ত নারী মিলি আক্তার ও তাঁদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, সজিবের দেওয়া তথ্যানুযায়ী আজ শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত