হোম > সারা দেশ > চাঁদপুর

ব্যাংকের নৈশপ্রহরী হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর মতলব উত্তরে গজরা বাজারের কৃষি ব্যাংকের নৈশপ্রহরীর লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাংকে টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাত হোসেনকে হত্যা করেন। 

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ শনিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, ব্যাংকের টাকা চুরি করতে গিয়ে নৈশপ্রহরী শাহাদাতকে খুন করেন এক নারী ও পুরুষ। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা। ওই ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযুক্ত নারী মিলি আক্তার ও তাঁদের আরেক সহযোগী মো. সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, সজিবের দেওয়া তথ্যানুযায়ী আজ শনিবার সকালে গজরা বাজার কৃষি ব্যাংকের ভল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম পুকুর থেকে উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ঘটনার পর মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য