হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৯ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকাসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আটক ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। আজ সকাল ৭টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের রেগুলেটর এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশলাফুল ইসলাম সরকার। 

আটক জেলেরা হচ্ছেন মুছাপুর ইউনিয়নের রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো. শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো. ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)। 

অভিযান সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। অভিযান সফল করতে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানকালে রেগুলেটর এলাকায় ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় একটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে বেলা দেড়টার দিকে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাঁদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে সতর্ক করেন। 

কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশলাফুল ইসলাম সরকার বলেন, নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। এই দণ্ডের টাকা জমা দিয়ে তাঁরা ছাড়া পাবেন। আগামী দিনের জন্য তাঁদেরকে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল