হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ঈদের পর ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার সকালে উপজেলার থানার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সিএনজিচালিত অটোরিকশা ৬০ টাকার নির্ধারিত ভাড়া নিচ্ছে ১৫০-২০০ টাকা, আটকপালিয়ার বাজার থেকে ৫০ টাকার ভাড়া ১৫০ টাকা। এ ছাড়া বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস ‘বাঁধন’ পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত। 

স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া ৬০ টাকা নির্ধারিত থাকলেও সে ভাড়া নেওয়া হচ্ছিল ১৫০-২০০ টাকা। এ নিয়ে এক যাত্রী প্রতিবাদ করলে তাঁকে অটোরিকশাচালকেরা বেধড়ক মারধর করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগ করলে চরজব্বার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কয়েকটি সিএনজি জব্দ করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্ট পাইনি। 

আরিফুর রহমান বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য বাসটির চালককে জরিমানা করেছি। চরজব্বার থানা-পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত