হোম > সারা দেশ > কুমিল্লা

মেঘনায় সাড়ে ৩ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মেঘনায় প্রায় সাড়ে তিন বছর পর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার আসামির নাম মো. ইব্রাহীম মিয়া (২৩)। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর এলাকার বাসিন্দা। তিনি ২০২০ সালে ঘটা স্থানীয় বাসিন্দা গোলাম মহিউদ্দিন হত্যা মামলার ৮ নম্বর আসামি। ইব্রাহীম মিয়া অনেক দিন ধরে বিদেশে পালিয়ে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ ইব্রাহীম মিয়াকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তাঁকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’ 

থানা-পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ১২ নভেম্বর মহিউদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ লোকজনের কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। 

থানা-পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় ২০২০ সালের ১৪ নভেম্বর নিহতের স্ত্রী মাফিয়া আক্তার বাদী হয়ে ইব্রাহীমসহ (৮ নম্বর আসামি) ১৭ জনের নামে ও অজ্ঞাত ১৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় অনেকে গ্রেপ্তার হলেও কয়েকজন জামিনে আছেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত