কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে গড়ে তোলা ৫ ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে টেকনাফের ৫ ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাজমুল হুদা জানান, টেকনাফের হোয়াইক্যংয়ের আবুল হাশেম মেম্বারের মালিকানাধীন এএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা, গিয়াস উদ্দিনের এসএমবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জুনাইদ আলীর এমআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা, আবদুল্লাহর এআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মীর কাশেমের এমকেবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
নাজমুল হুদা বলেন, অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা অংশ নেয়। এর আগে গত মঙ্গলবার চকরিয়ায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর ইটভাটায় অভিযান চালানো হয়।