হোম > সারা দেশ > নোয়াখালী

আশ্রয়ণকেন্দ্র থেকে পালানো ৫ রোহিঙ্গা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণকেন্দ্র থেকে পালিয়ে আসা এক নারীসহ ৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার বেলা ১টার দিকে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন ভাসানচর আশ্রয়ণকেন্দ্রের ৫৬ নম্বর ক্লাস্টারের মো. ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০), ৭৪ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজামিয়া (১৮), ৭৪ নম্বর ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০), ৭১ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও একই ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে লোবেদা (২২)। 

পুলিশ জানান, আজ সকালে আলাউদ্দিন বাজার এলাকায় এক নারীসহ ৪ যুবক ঘোরাফেরা করতে থাকেন। স্থানীয় লোকজনের বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁরা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে স্থানীয় চেয়ারম্যান তাঁদের চরজব্বার থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রোববার দিবাগত রাতে তাঁরা দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণকেন্দ্র থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে তাঁদের আবারও ভাসানচর আশ্রয়ণকেন্দ্রে ফেরত পাঠানো হবে। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ