হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের দু সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

গ্রেপ্তাররা হলেন—চৌদ্দগ্রামের কুলাসার এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেনকে (৩২) ও মো. ফরহাদ হোসাইন (২৬)।

পুলিশ সুপার জানান, উপজেলার মুন্সিরহাটের আনন্দপুর জামে মসজিদের মাঠ থেকে গত সোমবার একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার তদন্ত ও মোটরসাইকেল উদ্ধারের অভিযান চালায় পুলিশ।

ফেনীর সীমান্তবর্তী এলাকার লাটিমি রাস্তার মাথা হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্য মতে চুরি হওয়া মোটরসাইকেলটি নম্বর প্লেট খোলা অবস্থায় উদ্ধার করা হয়। সাদ্দাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চৌদ্দগ্রাম উপজেলার বিষ্ণুপুর এলাকার সোহেলসহ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের তথ্য দেন। এবং তাঁদের কাছে আরও বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল আছে বলেও জানান। তার তথ্যের ভিত্তিতে ওই মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সোহেলের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, গ্যারেজ মিস্ত্রি শাহ আলম পালিয়ে যায়। এ সময় চক্রের সদস্য ফরহাদ হোসাইনকে একটি চোরাই লিভো হোল্ডাসহ আটক করা হয়।ফরহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলের বাড়িতে থাকা তিনটি বিভিন্ন ব্রান্ডের নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলসহ মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিরা আন্তজেলা চোর চক্রের সদস্য। তাঁরা পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সোহেলের বাড়িতে এনে নম্বর প্লেট খুলে ও রং পরিবর্তন করে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণি বাদী হয়ে থানায় মামলা করেন।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি