হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের লোহাগাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় ৬ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মো. মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অজুহাতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্য মজুত করছে এবং বেশি দামে বিক্রি করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনশীল রাখতে ভোক্তা অধিকার আইনে উপজেলার বটতলী স্টেশনের আলুরঘাট রোডের শাহ মজিদিয়া স্টোরের মালিকানাধীন মো. মোজাম্মেল হককে ২০ হাজার টাকা, বাগদাদ স্টোরের মালিক মো. আরমানকে ১০ হাজার, সাহাব মিয়া স্টোরের মালিক শওকতকে ১০ হাজার টাকা এবং দরবেশ হাট রোডের আরএস স্টোরের মালিক মো. নুরুল ইসলামকে ৩০ হাজার টাকা, রিয়াদ ফুডসের মালিক মো. কামাল উদ্দিনকে ১৫হাজার টাকা, সায়রা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি